দেশ থেকে বই আনানোর জন্য রকমারীডটকমে ঢু মারছিলাম। বিভূতিভুষণের এই বইটির নাম এবং প্রথম পাতা পড়ে বেশ মনে ধরেছিল। গল্পের শুরু ত্রিশের দশকের বাংলার এক মফস্বলের রেল স্টেশনে। বিভূতিভুষেণের বর্ণনায় বেশ জীবন্ত হয়ে ধরা দেয় স্টেশনটি।
এই গল্পটা একটা উদ্যমের গল্প। গল্পের মূল চরিত্র হাজারী চক্রবর্তীর উদ্যমের গল্প। হাজারীর স্বপ্ন কোন একদিন সে নিজের একটি হোটেল খুলবে। সেই স্বপ্নের পিছে তার অবিরাম ছুটে চলা, বারবার বাধা পেয়েও উঠে দাঁড়ানো, সেটাই উপভোগ্য লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে, স্বপ্ন পূরণের পর ও যখন নতুন স্বপ্ন হাতছানি দেয়, হাজারী বসে থাকে না, নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়ে।
Published at: 04/04/2021