পাঠ-প্রতিক্রিয়া - বরফ গলা নদী

গল্পটা জীবনের থেমে না থাকার গল্প। ষাটের দশকের ঢাকার নিম্ন-মধ্যবিত্ত জীবনের একটা ছবি দেখা যায় উপন্যাসটিতে । চিরন্তন নিম্ন-মধ্যবিত্ত জীবনের প্রতিদিনকার অর্থনেতিক সংগ্রাম, অনিশ্চয়তা, বেঁচে থাকার জন্য মুখ-বুজেঁ গ্লানিময় সমাধান মেনে নেওয়া - এর সবটাই দেখা যায় চরিত্রগুলোর মাঝে। গল্পের কাঠামো তৈরিতে ব্যবহৃত উপাদানগুলোকে এখনকার দৃষ্টিতে ক্লিশে মনে হলেও, উপন্যাসটার প্রকাশকালে হয়তো তা ছিল না। গল্পের গতি প্রায়-একমুখী, তেমন কোনো বড়সড় উথ্থান-পতন নেই। তবে এই গতি কোথাও স্লথ হয়ে পড়ে না, পাঠকের কৌতুহল ঝিমিয়ে পড়ে না, এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়। জীবন যে বহতা নদীর মত, সেই কথাটাই গল্পটা মনে করিয়ে দেয়। সব হারিয়ে ও মানুষ নতুন কিছু খুঁজে পায়, নতুন কিছুকে আকঁড়ে ধরে বাঁচতে শেখে - এটাই শেষ কথা।

Published at: 02/15/2021