পাঠ প্রতিক্রিয়া - তারাপদ রায়ের সরস গল্প সমগ্র

বইটা পড়তে অনেকটা সময় লাগলো। প্রধান কারন, হাসির গল্প একটানে অনেকগুলো পড়া কষ্টকর। সংকলনের প্রথম গল্পটা দুর্দান্ত। শখানেক গল্পের মধ্যে কুড়ি-পঁচিশটা বেশ রসালো। বাকিগুলো চলনসই। হয়তো একটানে না পড়ে মাঝেমধ্যে এখানেসেখানে পড়লে খারাপ লাগতো না। নাম আলাদা করে মনে নেই, তবে অল্প কিছু গল্প মোটেও সরস না, বেশ কষ্ট করে দাঁড় করানো। গতানুগতিকতার বাইরে গিয়ে পশ্চিমবাংলা, বিশেষ করে কলকাতার জীবনের একটা ভালো ছবি দেখতে পাওয়া যায় অধিকাংশ গল্পে - সেইটাই হয়তো বড় পাওয়া।

Published at: 11/22/2020