খন্ড-কবিতা

১।
ঠিক এইখানে,
ইচ্ছা-অনিচ্ছার কোনো অবকাশ নাই;
তোমার আবর্তে
এক ঘূর্ণিপাকে আমি ভেসে যাই।

২।
কফিমগটার জন্য রইল ঈর্ষা;
তোমার অধর-স্পর্শ ওটার কাছে কত সস্তা!

Published at: 09/24/2008