মসজিদের মাইকের আওয়াজ শুনতে পাই।
সেহরীর জন্য ঘুম থেকে উঠার ডাক।
আমার ঘুম নাই।
অদ্ভুত এক অনুভব নিয়ে জেগে থাকি।
সময় কি আসলেই আমার চেয়ে আগে দৌড়ায়?
না হলে চারপাশের মানুষের খুব করে চেনা রাস্তাগুলো কেন শুধুই আমার অচেনা হয়ে থাকে?
গন্তব্য তো বহুকাল ধরে জানা, তবু কেন বারবার কানাগলিতে কি গিয়ে শেষ হয় আস্ফালন?
তবে কি পথ খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে,
পথের পাশে জিরোতে জিরোতে ক্ষয় হওয়াটাই বুঝিবা নিয়তি?